কুয়ালালামপুরে অনলাইন জুয়ার আখড়া থেকে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি অনলাইন জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে দেশটির অভিবাসন দপ্তর ৭৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে। বারনামা সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আটককৃতদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারায় বিদেশিদের সামাজিক কার্যকলাপের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে কয়েক সপ্তাহ ধরে অভিযোগ পাওয়ার পর 'অপ বেলেঞ্জা' নামে এই বিশেষ অভিযানটি গতরাতে (২ সেপ্টেম্বর) চালানো হয়। অভিযানের সময় কেউ কেউ ভবন বেয়ে পালানোর চেষ্টা করে, আবার কেউ আশপাশের বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুকিয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত তাদের ধরা হয়।
অভিবাসন দপ্তরের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওসমান বলেছেন, "কর্মকর্তারা ওই ভবনের ভেতরে সিসিটিভি ক্যামেরা দিয়ে সজ্জিত একটি অনলাইন জুয়ার কেন্দ্রও খুঁজে পান। সেখান থেকে সাতজন বিদেশিকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়।"
এই অভিযানে মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যাদের মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক ছিলেন। আটক হওয়া ৭৭০ জন বিদেশির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, বৈধ পরিচয়পত্র না থাকা এবং অস্বীকৃত কার্ড বা পাস সঙ্গে রাখা।
আটককৃতদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি পুরুষ, ২৩৫ জন মায়ানমারের পুরুষ, ৭২ জন নেপালি পুরুষ, ৫৮ জন ভারতীয় পুরুষ, ১৭ জন ইন্দোনেশীয় পুরুষ ও ২ জন নারী এবং অন্যান্য দেশের ৩ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।
আটককৃতদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুত্রাজায়ার অভিবাসন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আরও তদন্তের জন্য তাদের বুকিত জলিল এবং লেংগেং ডিটেনশন সেন্টারে পাঠানো হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং অ্যান্টি-ট্র্যাফিকিং ইন পার্সনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অফ মাইগ্রেন্টস অ্যাক্ট ২০০৭-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
বাসরি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সাহায্য করার জন্য জনসাধারণের কাছে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।