জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (কর্মপরিকল্পনা) আজ (বৃহস্পতিবার) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন গতকাল বুধবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত নথি চূড়ান্ত করে অনুমোদন করেছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি সচিব আখতার আহমেদ গতকাল ইসি ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোডম্যাপ ঘোষণার বিষয়ে আভাস দেন। তিনি বলেন, 'আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন।'
এই নির্বাচন রোডম্যাপে যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে তার মধ্যে রয়েছে: দল নিবন্ধন, আসন সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধি-বিধান জারি, আইটি-ভিত্তিক ভোটার নিবন্ধন, প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা এবং নির্বাচন সরঞ্জাম সংগ্রহ।
প্রসঙ্গত, ২০০৭ সালে তৎকালীন নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো একটি নির্বাচন কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল। সে বছর ১৫ জুলাই দেড় বছরের এই পরিকল্পনা প্রকাশ করা হয়, যেখানে ২০০৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনের সময়সূচি ঘোষণার কথা বলা হয়েছিল। পরবর্তীতে এই ধারণাটিই 'রোডম্যাপ' (সম্পন্ন করার জন্য কাজের তালিকা) নামে পরিচিতি লাভ করে।
চলতি বছরের ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ঘোষণা করেন যে, আগামী ফেব্রুয়ারির মধ্যে রমজানের আগে ১৩তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে প্রস্তুতি শুরু করার জন্য একটি চিঠি পাঠানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান যে, নির্বাচনের দিন ঘোষণার প্রায় দুই মাস আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এক বৈঠকে আলোচনার পর ইসি জানায় যে, তারা ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে।