সমালোচনার মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত

ঢাকা নারায়ণগঞ্জ বাস রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় এই ঘোষণা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
এর আগে, গত বুধবার বিকেলে এক বৈঠকে বাস ভাড়া ৫০ টাকা থেকে ৫ টাকা বৃদ্ধি করে ৫৫ টাকা ঘোষণা করা হয়।
তবে নতুন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা। সাধারণ ছাত্রসমাজ এবং রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
তীব্র সমালোচনা ও প্রতিক্রিয়ার মুখে আজ বর্ধিত বাস ভাড়া স্থগিত করা হয়।