নির্বাচনকালীন সরকারে থাকব না: উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, তিনি নির্বাচনকালীন সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন না।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) ঠিকানা টিভির একটি টকশোতে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, 'যিনি রাজনীতিতে সক্রিয়, তার ভোটকালীন সরকারের অংশ হওয়া উচিত নয়। তাই, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমি পদত্যাগ করব।'
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর অন্যতম ছাত্রনেতা আসিফ মাহমুদ। তবে তিনি আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা বা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কিনা, সে বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি।
বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন আসিফ মাহমুদ। তিনি অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি, রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা, জুলাই অভ্যুত্থানের মিত্রদের মধ্যে বিভেদ এবং তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন।
তিনি জানান, সরকারে তার ভূমিকা ছিল জুলাই ঘোষণার আদেশগুলো বাস্তবায়ন করা, ক্ষমতা উপভোগ করা নয়।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই ঘোষণা বাস্তবায়ন এবং স্থানীয় সরকার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এখনও সম্পন্ন করা বাকি আছে। এসব কাজ সম্পন্ন করাকে তিনি একটি 'ঐতিহাসিক দায়' হিসেবে অভিহিত করেন।