‘জিরো ট্যাক্স রিটার্ন’ দেওয়া বেআইনি, হতে পারে জেল: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে 'জিরো রিটার্ন' বা শূন্য তথ্য দিয়ে আয়কর রিটার্ন দাখিলের ব্যাপারে ভুল ধারণা ছড়ানো হচ্ছে। তবে আইন অনুসারে এমন কোনো রিটার্ন জমা দেওয়ার সুযোগ নেই এবং এটি বেআইনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভুল তথ্য অনুযায়ী, করদাতারা তাদের আয়কর রিটার্নের সব খালি ঘর 'শূন্য' পূরণ করেও রিটার্ন জমা দিতে পারেন। কিন্তু এনবিআর বলেছে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী প্রত্যেক করদাতাকে তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে দেখাতে হবে।
আসল তথ্য না দিয়ে সবকিছু 'শূন্য' দেখানো ফৌজদারি অপরাধ। মিথ্যা তথ্য দেওয়ার শাস্তি হিসেবে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানিয়েছে এনবিআর।
করদাতাদের জানানো হয়েছে, করযোগ্য আয় না থাকলেও সঠিক তথ্য দেখানো বাধ্যতামূলক। 'জিরো রিটার্ন' নামে কোনো রিটার্ন আইনের মধ্যে নেই এবং এ ধরনের রিটার্ন দেওয়া যাবে না।
জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, সবাই দায়িত্বশীল নাগরিক হিসেবে আইন মেনে রিটার্ন জমা দিয়ে দেশের উন্নয়নে অংশ নেবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্যের ফাঁদে পড়বেন না।