মধ্যরাতে মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

ঢাকার মহাখালী আমতলী ফ্লাইওভারের ডিভাইডারের [সড়ক বিভাজক] সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। নিহতদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। গাড়িতে তিন আরোহী ছিলেন।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক মো. সিদ্দিক হোসেন বলেন, প্রাইভেটকারটির অতিরিক্ত গতি ছিল। মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা লাগার পর গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেলে নেয়ার পর একজন রাতেই মারা যান। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মৃত্যুবরণ করেন। কিন্তু অপর ব্যক্তির খোঁজ এখনও পাওয়া যায়নি। নিহত দুজনের নাম-পরিচয়ও এখনও জানাতে পারেনি পুলিশ।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তবে আহত আরেকজন কোন হাসপাতালে তা এখনও খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তার পরিচয় নির্ধারণের চেষ্টা করা হচ্ছে। তাকে পেলে দুর্ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইনস্পেকটর লিমা খানম জানান, করোলা হাইব্রিড মডেলের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভবনের সামনে রাস্তার পাশে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে গাড়িতে আগুন লেগে যায়। রাত ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে রাত ৩টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নেভানোর পর ফায়ার সার্ভিস সেখানে কোনো আহত বা নিহতকে পায়নি বলে জানান তিনি।