গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালি: কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ বুধবার (৬ আগস্ট) বিজয় র্যালির আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষ্যে সারা বাংলাদেশ থেকে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন।
র্যালির শেষে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা।

এদিকে, র্যালিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের কারণে নয়াপল্টন থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মতিঝিল ট্রাফিক ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) জালাল দেওয়ান টিবিএসকে বলেন, 'সমাবেশে কারণে যান চলাচলে কিছুটা ধীরগতি। তবে আমরা অন্তত একটি লেন চালু রাখার চেষ্টা করছি।'
