১৭ যাত্রী নিয়ে ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছাড়ল বিশেষ ট্রেন

ঢাকায় আয়োজিত 'জুলাই ঘোষণাপত্র পাঠ' অনুষ্ঠানে অংশ নিতে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে বিশেষ একটি ট্রেন ১৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ছয় বগির এ বিশেষ ট্রেনটি ভাঙ্গা স্টেশন থেকে যাত্রা করে। ট্রেনটিতে মোট আসন ছিল ৬৭৬টি, তবে যাত্রী ছিলেন মাত্র ১৭ জন।
ভাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, 'ঢাকার উদ্দেশে ছাড়ার সময় বিশেষ ট্রেনটিতে ১৭ জন যাত্রী ছিলেন। তবে নির্ধারিত সময়েই ট্রেনটি ভাঙ্গা থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।'
তিনি জানান, ঢাকায় অনুষ্ঠিতব্য জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ট্রেনের এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র ও সাধারণ মানুষকে আনার জন্য মোট আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। এর একটি ভাঙ্গা থেকে ঢাকায় পাঠানো হয়।