ঢাকায় কর্মরত সরকারি চাকরিজীবীদের ১০ দিনের মধ্যে বরাদ্দকৃত কোয়ার্টার দখল নেওয়ার নির্দেশ

ঢাকা শহরে কর্মরত সরকারি চাকরিজীবীদের বরাদ্দপ্রাপ্ত সরকারি কোয়ার্টার বরাদ্দের তারিখ থেকে ১০ দিনের মধ্যে বুঝে নিতে হবে।
আজ (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, ঢাকায় বিভিন্ন শ্রেণির সরকারি বাসাবাড়ি নির্ধারিত শর্তসাপেক্ষে উপযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বরাদ্দ দেয় সরকার, যা পরিচালনা করে সরকারি আবাসন পরিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরাদ্দপত্রে বর্ণিত শর্তানুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে বরাদ্দপ্রাপ্ত খালি বাসা ১০ দিনের মধ্যে বুঝে নিতে হবে।
তবে মন্ত্রণালয় জানায়, অনেক ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্ত বাসা খালি থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে তা বুঝে নেন না। কেউ কেউ পরে অন্য কোনো বাসা চেয়ে আবেদন করেন, আবার কেউ কেউ বরাদ্দ বাতিলের অনুরোধ জানান।
এতে বলা হয়, 'ফলে একটি বাড়ি দীর্ঘদিন খালি থাকায় সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে; অন্যদিকে, ওই বাড়ি দখলমুক্ত না হওয়ায় তা অন্য কাউকে বরাদ্দ দেওয়াও সম্ভব হচ্ছে না।'
সরকারি আবাসন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং রাজস্ব আদায় কার্যকর করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলেছে, যারা বরাদ্দকৃত বাসা বুঝে নিতে অনিচ্ছুক, তারা যেন অবিলম্বে সরকারি আবাসন পরিদপ্তরকে তা জানিয়ে দেন।