১০২ এসিল্যান্ড প্রত্যাহার

বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।
তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আজ বুধবার আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, সহকারী কমিশনাররা (ভূমি) এসিল্যান্ড হিসেবে পরিচিত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এসিল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের তুলে আনার সিদ্ধান্ত হয়েছে। সেজন্য ধাপে ধাপে তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি মাথায় রেখে মাঠ প্রশাসন গোছানোর কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে এ পরিবর্তন শুরু হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসকরা তার জেলার রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। আর সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অন্যান্য বিসিএস ক্যাডাররা। তাদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডরাও থাকেন।