বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে গত ১০ বছরে বাঘ বেড়েছে ১৯টি
অনুষ্ঠানে বক্তরা বলেন, চোরাশিকারির পাশাপাশি বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় সুন্দরবনের বাঘ হুমকির মুখে রয়েছে।

ছবি: সংগৃহীত
সুন্দরবনে গত ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
আজ মঙ্গলবার বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে বন ভবনে 'মানুষ-বাঘের সুরেলা সহাবস্থান' এই প্রতিপাদ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে বাঘের বংশ বৃদ্ধিতে সহায়তার অঙ্গীকার করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তরা বলেন, চোরাশিকারির পাশাপাশি বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় সুন্দরবনের বাঘ হুমকির মুখে রয়েছে।