কোটালীপাড়ায় সাধারণ মানুষকে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ বিএনপির

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাধারণ মানুষদের হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ করেছে উপজেলা বিএনপি। আজ রোববার (২০ জুলাই) উপজেলার ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার সাংবাদিকদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।
এসএম মহিউদ্দিন বলেন, 'গত বুধবার (১৬ জুলাই) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা কোটালীপাড়া-পয়সারহাট সড়ক বন্ধ করে উপজেলার ওয়াবদার হাটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেন।'
তিনি বলেন, 'এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় উপজেলা সাধারণ মানুষদের গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'