ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়, দাবি জেলা প্রশাসকের

বাংলাদেশের ময়মনসিংহে যে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে, সেটি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পরিবারের নয় বলে জানিয়েছেন জেলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বুধবার ইন্ডিয়া টুডেকে তিনি এই তথ্য জানিয়ে এ নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তির অবসান ঘটান।
ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম নিশ্চিত করে বলেন, স্থানীয় প্রশাসন বিস্তারিতভাবে যাচাই-বাছাই করার পর সিদ্ধান্তে পৌঁছেছে যে ভাঙা বাড়িটির সঙ্গে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের কোনো সম্পর্ক নেই।
আলম বলেন, 'বুধবার আমরা একটি বৈঠক করেছি যাতে উল্লিখিত সম্পত্তির সরকারি রেকর্ড যাচাই করা হয়। আমরা স্থানীয় প্রবীণদের সঙ্গেও কথা বলেছি এবং ঐতিহাসিক নথিপত্র পর্যালোচনা করেছি। যে বাড়িটি ভাঙা হচ্ছিল, সেটি ময়মনসিংহ শিশু একাডেমির কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। এই বাড়িটির সঙ্গে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের কোনো সম্পর্ক রয়েছে—এমন কোনো প্রমাণ মেলেনি।'
জেলা প্রশাসক আরও জানিয়েছেন, সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা 'দুর্লভ হাউস' এখনও অক্ষত অবস্থায় রয়েছে।
এর আগে গত মঙ্গলবার বাংলাদেশে চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে এমন সিদ্ধান্তে ভারতের সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে এবং বাড়িটির সংস্কারে সহায়তারও প্রস্তাব দেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি এক্স-এ লিখেছেন, তিনি গণমাধ্যমের খবরে জানতে পেরেছেন যে বাংলাদেশের ময়মনসিংহ শহরে প্রখ্যাত লেখক ও সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটা ভেঙে ফেলা হচ্ছে। খবরে বলা হয়েছে, ভাঙার কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তিনি এটিকে অত্যন্ত দুঃখজনক খবর হিসেবে বর্ণনা করেছেন। রায় পরিবারকে তিনি বাংলার সংস্কৃতির অন্যতম প্রধান 'অগ্রদূত' হিসেবে উল্লেখ করেছেন।
জানান যায়, ভেঙে ফেলা বাড়িটি বাড়িটি প্রায় এক দশক ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল এবং জীর্ণদশায় পরিণত হয়েছিল। এক সময় এখানে ময়মনসিংহ শিশু একাডেমি পরিচালিত হতো, তবে পরে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
স্থানীয় গণমাধ্যমকে এক বাংলাদেশি কর্মকর্তা জানিয়েছেন, ওই স্থানে আধা-কংক্রিটের নতুন ভবন নির্মাণ করে পুনরায় শিশু একাডেমির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।