এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক, আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এছাড়াও আশুলিয়ার জিরানি এলাকায় বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল বিকাল সাড়ে ৫টার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, গোপালগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জিরানি এলাকায় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
এদিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আজ (১৬ জুলাই) ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন এনসিপির নেতা-কর্মীরা। দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে এ কর্মসূচি করেন তারা।

সাতক্ষীরায় 'রাস্তা ব্লক কর্মসূচি'
সাতক্ষীরায় 'রাস্তা ব্লক কর্মসূচি' পালন করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ বিকেল সাড়ে ৫টার দিকে শহরের আসিফ চত্বরে অবস্থান নেন তারা।
বরিশালে এক ঘণ্টা ব্লকেড
বরিশালে নথুল্লাবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। আজ বিকাল সাড়ে ৪টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এনসিপি নেতা সাইফুল ইসলাম বলেন, আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই। বিচার না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনেও ব্লকেড কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির শিকদার বলেন, বিকেল পৌনে ৬টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নথুল্লাবাদে পুলিশ কাজ করছে।
চট্টগ্রামে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ
এদিকে চট্টগ্রামে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ বিকেলে নগরীর দুই নম্বর গেট এলাকায় তারা এ কর্মসূচি করেন।

এ সময় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, রিজাউর রহমান, এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবাইরুল মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ মঈনুদ্দিনকে কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা গেছে। গোপালগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা।
সিলেটে সড়ক অবরোধ
সিলেটে 'ব্লকেড কর্মসূচি'পালন করেছে সিলেট জেলা ও মহানগরের এনসিপির নেতা-কর্মীরা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এ কর্মসূচিতে অংশ নেয়। আজ বিকেল ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে সড়কে আগুন জ্বালিয়ে এ কর্মসূচি করেন তারা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে এনসিপির সিলেট জেলা ও মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর দক্ষিণ সুরমার চন্ডীপুল চত্বরের উদ্দেশে রওনা দেন। সেখানে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। সন্ধ্যা ৭ টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
এছাড়াও রাজশাহী, বাগেরহাট ও মুন্সিগঞ্জেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপির নেতা-কর্মীরা।
প্রতিবেদনে তথ্য দিয়েছেন আমাদের সাভার, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, বরিশাল, বাগেরহাট, মুন্সিগঞ্জ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।