বিএনপি ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে: সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানের যথাযথ মর্যাদা এবং রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রদল আয়োজিত 'গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যথাযথ মর্যাদা এবং রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে। সেই বৈধতা দেওয়া হবে ১০৬ অনুচ্ছেদ অনুসারে, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাও সেখানে দেওয়া হবে। সবকিছুর সাংবিধানিক স্বীকৃতি ও রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে।
তিনি বলেন, অর্ডিন্যান্সের কার্যকারিতা শুরু হওয়ার নির্দিষ্ট একটা দিন থাকে, সংবিধান কার্যকর হওয়ারও একটা নির্দিষ্ট দিন থাকে। তবে ঘোষণাপত্রের কার্যকারিতার ক্ষেত্রে দিন নির্ধারণ করা বাধ্যতামূলক নয়। তবে যেটা প্রয়োজন তা হলো- মর্যাদা এবং সাংবিধানিক স্বীকৃতি। যেন ভবিষ্যতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো মানুষকে কোনো শাসকগোষ্ঠী অবৈধ বা অসাংবিধানিক আখ্যা দিতে না পারে।
তিনি আরও বলেন, জুলাই একদিনে আসেনি। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত ২৩ বছরের শোষণ আর শাসনে পাকিস্তানি স্বৈরশাসকদের অত্যাচারের নির্যাতনে বৈষম্যের শিকার হয়ে ১৯৭১ এসেছে। ঠিক ৮০ এর দশকের সামরিক স্বৈরশাসন বিরোধী আন্দোলনের ৯ বছর অবিরাম সংগ্রাম করতে করতে ১৯৯০ সালে ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে। বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ এর ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। মাত্র ৩৬ দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।
বিএনপি নেতা বলেন, আমরা সংস্কার কমিশনকে বলেছিলাম, ৫ আগস্টের আগে জুলাই সনদ প্রণয়ন করতে হবে। কিন্তু যে ধীরগতি লক্ষ্য করছি তাতে আমার মনে হয়, এই সময়ের মধ্যে তারা কি সেটা করতে পারবেন? তবে আশা করি আমরা পারবো, আমি আশাবাদী।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির ইসলাম জুবেল, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুবুর রহমান নাহিয়ান, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ।