বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন

কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে অতিবৃষ্টি ও দেশব্যাপী বন্যার সার্বিক পরিস্থিতিতে পর্যবেক্ষণ ও তদারকির জন্য মনিটরিং সেল গঠন করেছে বিএনপি।
রোববার (১৩ জুলাই) বিকেল ৩টায় গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় ত্রাণ ও পুর্নবাসন কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজউদ্দিন নসুর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এ বৈঠক হয়।
মনিটরিং সেলের সদস্যরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল।