পাবনায় সংঘাত: বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী বহিষ্কার

রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাবনার সুজানগরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার (১১ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন: সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব রউফ শেখ, ছাত্রদল নেতা শেখ কাউছার, যুবদল নেতা মনজেদ শেখ, সুজানগর পৌর বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খাঁ, উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল শেখ, পৌর যুবদল সদস্য মানিক খাঁ, সুজানগর এনএ কলেজ শাখার সভাপতি শাকিল খাঁ, সুজানগর পৌর ৬ নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি রুহুল খাঁ, বিএনপি কর্মী লেবু খাঁ, যুবদল কর্মী হালিম শেখ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুজানগরের রক্তাক্ত সংঘাতের ঘটনায় মোলাম খাঁ ও সুরুজসহ আরও যারা জড়িত ছিলেন, তারা বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ নয়। তাদের সঙ্গে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। এসব দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের সাথে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যোগাযোগ বা সম্পর্ক রাখলে দল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।