স্থানীয় সরকার উপদেষ্টা ভুলক্রমে ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে গেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভুলক্রমে ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন। তবে এটা একে ফর্টি সেভেনের না।
তিনি বলেন, 'এয়ারপোর্টের প্রথম চেকিংয়ে কেন ধরা পড়ল না, সেটা খতিয়ে দেখা হবে। এজন্য আরও সতর্ক হতে বলা হয়েছে।'
আরও পড়ুন: গতকালের ঘটনায় বুঝলাম পিস্তল, মিসাইল সঙ্গে রাখলেও আমি-আপনি নিরাপদ নই: আসিফ
আজ সোমবার (৩০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, 'আজকের মিটিং ছিল জুলাই-আগস্টের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে পালন করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য।
আরেক প্রশ্নে তিনি বলেন, জুলাই-আগস্ট অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই।