র্যাগিং: বাকৃবির ৩ নারী শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে র্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের 'অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিনের' ৭ নম্বর ধারা অনুসারে অভিযুক্তদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষে অধ্যয়নরত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাগিংয়ের অভিযোগে কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া, একই অনুষদের শিক্ষার্থী জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদাকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
এই বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী বলেন, 'প্রশাসনের অর্ডারটি হাতে পেয়েছি। অভিযুক্তদের কাছে দ্রুতই এটি পৌঁছে দেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'ক্যাম্পাসে কোনো প্রকার অন্যায় সহ্য করা হবে না। র্যাগিং করা একটি স্পষ্ট অন্যায়। প্রমাণসহ সবকিছু আমি ভিসি স্যারের কাছে তুলে ধরেছি। স্যার অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।'