প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছে বিএনপি

প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে সিদ্ধান্ত জানাতে আরও সময় চেয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, 'প্রধানমন্ত্রীর মেয়াদের সঙ্গে জাতীয় সাংবিধানিক পরিষদ (এনসিসি) ও উচ্চকক্ষের বিষয়টি সংশ্লিষ্ট। এসব বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
রোববার (২২জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, 'আপনারা বলেছেন, মেয়াদ বছরভিত্তিক হলে ভালো হয়। মেয়াদ ও বার ভিত্তিক হলে বিভ্রান্তি তৈরি হতে পারে। কিন্তু কত বছর হবে—এটা জানাতে হলে আমাদের এনসিসি ও উচ্চকক্ষ নিয়ে আলোচনা করতে হবে।'
রোববার সকালে প্রধানমন্ত্রী পদের মেয়াদ সংক্রান্ত পূর্বের অসমাপ্ত আলোচনার মধ্য দিয়ে বৈঠকের কার্যক্রম শুরু হয়। আলোচনায় একজন ব্যক্তির জীবদ্দশায় সর্বোচ্চ দুই মেয়াদে ১০ বছর প্রধানমন্ত্রিত্বের প্রস্তাবে অধিকাংশ দল একমত পোষণ করলেও তিনটি দল ভিন্নমত জানায়।
রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ আলোচনা ছিল দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিনের বৈঠক।