চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত, স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা বাসিন্দাদের

চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮ জন। নতুন করে করোনা সংক্রমণের পর চট্টগ্রামে গতকাল সোমবার একজনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানায় উদাসীন নগরীর বাসিন্দারা।
এদিকে চট্টগ্রামের দুটি প্রধান সরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) ও জেনারেল হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। তবে জেলার উপজেলা হাসপাতালগুলো এখনো কিট সংকটে রয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে এবং উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষা করা হচ্ছে।'
তিনি বলেন, 'উপজেলা হাসপাতালগুলোতে এখনো কিট পাঠানো সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। খুব দ্রুতই উপজেলাগুলোতেও কিট সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।'
চট্টগ্রামে গতকাল সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। এটি চট্টগ্রামে চলতি বছরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত।
চট্টগ্রাম মেডিক্যাল ও জেনারেল হাসপাতালে প্রতিদিনই বেশ কিছু মানুষ করোনার উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে আসছেন। তবে উপজেলা পর্যায়ে কিট না থাকায় সেখানকার রোগীদের বেসরকারি সেবা অথবা নগরীর সরকার হাসপাতালে আসতে হচ্ছে। যা তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে দেশে নতুন করে করোনা সংক্রমণের পর স্বাস্থ্য অধিদপ্তর ১১ দফা নির্দেশনা দিলেও বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। নির্দেশনায় জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলা ও মাস্ক ব্যবহারের কথা বলা হলেও তা মানা হচ্ছে না। নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে এ চিত্র দেখা গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, 'মানুষকে সচেতন করতে আমরা আগামীকাল থেকে মাইকিং করব। আমাদের কাছে যথেষ্ট করোনা ভ্যাকসিন মজুদ রয়েছে। যারা এখনো ভ্যাকসিন দেয়নি তাদের উচিত ভ্যাকসিন নেওয়া। আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।'