মুন্সিগঞ্জে পদ্মা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুই জন নিহত ও দশ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৩ জুন) রাতে সাড়ে ১১টার দিকে সেতুর মাওয়া প্রান্তের দ্বিতীয় পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সেতুর দুই নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মনিরা সুলতানা বলেন, 'আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।'
এ বিষয়ে পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বলেন, 'ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।'