ড. ইউনূস ও তারেকের বৈঠক গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার জন্য ইতিবাচক: জামায়াত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠক ও আলোচনাকে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক বলে মনে করে বাংলাদেশ জামায়াত ইসলামী।
লন্ডনে আজ শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকের পর প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনীতিতে রাজনৈতিক দল এবং সরকারপ্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সবসময়ই সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধি করে। এটা গণতন্ত্রের সৌন্দর্য।
বৈঠকের মাধ্যমে জাতীয় রাজনীতির সংশয় ও সংকট কেটে গেছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আগামী দিনে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে সংশয় ও সংকট ছিল, আজকের বৈঠকের মাধ্যমে তা অনেকাংশেই কেটে গেছে। আশা করা যায় দুই শীর্ষ নেতার বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংকট নেই।
তিনি আরও বলেন, আগামী দিনে রাষ্ট্র গঠনের মৌলিক সংস্কারের বিষয়গুলোতে বিএনপি একমত হয়েছে। বিএনপি তার অবস্থান থেকে সরে এসেছে এজন্য ধন্যবাদ। প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ একটি যৌক্তিক সময়ে নির্বাচনে সম্মত হওয়ায়।