ভারতে যাওয়ার সময় বেনাপোলে গোপালগঞ্জ জেলা আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ জুন) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুনসি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আওয়ামী লীগ নেতা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইমিগ্রেশন চেকপোস্টে তার নাম সরকারের স্টপ লিস্টে থাকায় তাকে আটকে দেয়া হয়।'
তিনি আরও জানান, 'তার স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি। পরে আজমকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।'
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, 'ইমিগ্রেশন পুলিশ গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। গোপালগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে সেখানকার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।'
আটক জিএম সাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার মঈনউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজমের বিরুদ্ধে গোপালগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।
ইমিগ্রেশন সূত্র জানায়, আজম পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন ডেস্কে গেলে সিস্টেমে তার নামের পাশে সতর্কবার্তা দেখা যায়। পরে যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে সেনা সদস্যদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো একাধিক মামলা রয়েছে।