এপ্রিল মাসে নির্বাচনের সময় চিন্তা করে দেওয়া হয়নি: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনের প্রচারণা চালাতে হবে রোজার মাসে, যা খুব ডিফিকাল্ট হবে।
আজ শনিবার (৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি মনে করে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব, এপ্রিল মাস বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় না।
বিএনপি মহাসচিব বলেন, 'যে সময় নির্ধারণ করা হয়েছে তা বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। কারণ তখন প্রচণ্ড গরম, ঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকে। রমজান, পাবলিক পরীক্ষাও আছে।'
'সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনের প্রচারণা চালাতে হবে রোজার মাসে, যা খুব ডিফিকাল্ট হবে,' বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, 'আমাদের বরাবরই দাবি ছিল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিলাম। জনগণের প্রত্যাশাও তাই ছিল। জনগণের এই প্রত্যাশা পূরণ হয়নি।'
তিনি আরও বলেন, 'আমরা মনে করি ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং এটিই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।'