‘জুলাই সনদ একটি প্রতিশ্রুতি’ — আগামী মাসেই প্রকাশের আশ্বাস প্রধান উপদেষ্টা ইউনূসের

আগামী জুলাই মাসেই রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে 'জুলাই সনদ' প্রস্তুত ও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, 'এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি।'
শুক্রবার (৬ জুন) ঈদুল আযহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হয়।
প্রধান উপদেষ্টা বলেন, 'আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি।'
এই সনদে সংস্কার কমিশনের প্রস্তাব থেকে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তার তালিকা থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে।
সরকার আশু করণীয় সংস্কারগুলো বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 'বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই। আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীসময়ে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন অব্যাহত থাকবে।'
ঐক্যমত্য কমিশন গঠনকে সরকারের একটি 'দুঃসাহসিক উদ্যোগ' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ঐক্যে পৌঁছার জন্য সকল দলের দলগত প্রস্তুতি এবং জাতীয় টেলিভিশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা কমিশনের সঙ্গে ঐকান্তিক আলোচনা আমাদের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ড. ইউনূস, যিনি এই কমিশনের চেয়ারম্যানও, সকল রাজনৈতিক দলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, 'আশা করি, আমরা আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শীঘ্রই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটি নতুন পথনির্দেশনা রেখে যেতে পারব।'
শুক্রবারের ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়ও জানান। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একদিন অনুষ্ঠিত হবে।