জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, অংশ নেবে সাড়ে ৫ লাখ শিক্ষার্থী

উপকূলীয় এলাকায় সাইক্লোনের সতর্কতা থাকা সত্ত্বেও আগামী শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। একযোগে সারাদেশের ৮৭৯টি কেন্দ্রে প্রায় ৫ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন।
শুক্রবার (৩০ মে) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, 'পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রপ্রধান ও সচিবদের সঙ্গে ইতোমধ্যে সমন্বয় সভাও হয়েছে।'
পূর্বঘোষিত তালিকা অনুযায়ী কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ৩ মে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, লজিস্টিক কারণে তা দুই দফা পেছানো হয়। প্রথমে ২৪ মে পরীক্ষার দিন নির্ধারণ করা হলেও, পরে তা পিছিয়ে ৩১ মে চূড়ান্ত করা হয়।
ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪৭টি কেন্দ্র রয়েছে। এরপর খুলনায় ১৫৬টি, রাজশাহীতে ১৪৩টি, চট্টগ্রামে ১৩৪টি, রংপুরে ৯৬টি, বরিশালে ৫৯টি এবং সিলেটে ৪৪টি কেন্দ্র বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারি কলেজ ছাড়াও স্থানীয় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এক ঘণ্টার ভর্তি পরীক্ষায় থাকবে ১০০টি এমসিকিউ প্রশ্ন। ফলাফল নির্ধারণ হবে ২০০ নম্বরের ভিত্তিতে—এর মধ্যে ভর্তি পরীক্ষার নম্বর, এসএসসি জিপিএ'র ৪০% এবং এইচএসসি জিপিএ'র ৬০% বিবেচনায় নেওয়া হবে।
পরীক্ষার্থীদের সঙ্গে অবশ্যই প্রবেশপত্র ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে। বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।