রাত সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ফাইল ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হবে।
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর আগে এ বৈঠকের জন্য প্রধান উপদেষ্টা এনসিপিকে আমন্ত্রণ জানায়।
এক বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।