২ হাজার ৩৬৯ ‘অনুপ্রবেশকারীকে’ বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত: জয়সোয়াল

দুই হাজার ৩৬৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত। তারা বাংলাদেশকে এ অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দ্রুত যাচাইয়ের জন্য বলেছে।
গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক এক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
রণধীর জয়সোয়াল বলেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বাংলাদেশ দ্রুত চিহ্নিত করুক, যাতে তাদের ফেরত পাঠানো যায়।
কিছু দিন ধরে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো (পুশ ইন) হচ্ছে। এদের মধ্যে অনেক রোহিঙ্গাও আছেন। ভারত থেকে এই 'পুশ ইন'–এর নিন্দা ও উদ্বেগ জানিয়ে ভারতকে একাধিক চিঠি লিখেছে বাংলাদেশ সরকার।
এ প্রসঙ্গে ভারতের অভিমত জানতে চেয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন, 'আমরা বাংলাদেশের কাছে অনুরোধ করেছি, যেন তারা তাদের নাগরিকদের জাতীয়তা যাচাই করে। বর্তমানে আমাদের কাছে দুই হাজার ৩৬৯ জনের একটি তালিকা রয়েছে, যাদের দেশে ফেরত পাঠানো প্রয়োজন।'
তিনি আরও বলেন, 'ভারতে যারা অবৈধভাবে অবস্থান করছে—তারা বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের নাগরিক—তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভারতে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছেন, যাদের ফেরত পাঠানো জরুরি।'
জয়সোয়াল আরও বলেন, 'তাদের অনেকেই ইতোমধ্যে তাদের কারাদণ্ড শেষ করেছেন। কিন্তু অনেকের ক্ষেত্রে ২০২০ সাল থেকে জাতীয়তা যাচাই প্রক্রিয়া ঝুলে আছে। প্রায় পাঁচ বছর কেটে গেছে। আমরা বাংলাদেশের প্রতি আহ্বান জানাই, যেন তারা এই যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করে। যাতে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো যায়।'
এছাড়া বাংলাদেশের কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বিমানবাহিনীর মহড়া প্রসঙ্গে রণধীর জয়সোয়াল বলেন, আমরা ঘটনার ওপর নজর রাখছি ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।