আসিফ, মাহফুজের পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

উচ্চ আদালতের রায়ের পর, ঢাকা দক্ষিণ মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের অন্য দাবিটি আদায়ে সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে, এমন আল্টিমেটাম দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর কাকরাইল মোড়ে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।
ইশরাক হোসেন তার বক্তব্যে বলেন, 'আজ আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসনের বিজয় হয়েছে। তাই আপাতত আন্দোলন স্থগিত করা হলো। অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করা না হলে আবারও যমুনা ঘেরাও দেব।'
তিনি বলেন, 'গতকাল (বুধবার) বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি জানিয়েছি, সেই দাবিতে আমরা অনড় থাকব। আমরা সরকারকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করব। এরমধ্যে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে- আমরা আবারও মাঠে নামব।'
আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ইশরাক বলেন, 'আমাদের এসব কর্মসূচির কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে- তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।'
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমাদের একটি দাবি আদায় হয়েছে, কিন্তু বাকি যে দাবি- দুই উপদেষ্টার পদত্যাগের, সেটি পরিবর্তন হবে না।'
তিনি আরও বলেন, 'আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর। ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে। আজকে শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এ বিজয় আপনাদের সবার।'
এর আগে আজ ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে মেয়র পদে ইশরাক হোসেনের শপথে বাধা দূর হওয়ার কথা জানান তার আইনজীবী।
উচ্চ আদালতের এ রায়ে জনগণের বিজয় হয়েছে বলে তাঁর প্রতিক্রিয়ায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ভার্চুয়ালি গণমাধ্যমকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, 'বিচার বিভাগের উচ্চ আদালত তারা আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরণের রায় তারা দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে।'
এর একঘন্টা পরেই বিকেল সাড়ে চারটার দিকে ইশরাকের পক্ষ থেকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তাঁর সমর্থকদের চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা আসে।
তবে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন ইশরাক।
আন্দোলনকারী ইশরাক সমর্থকদের অভিযোগ, গেজেট হওয়ার পরও ইশরাককে শপথ না পড়ানোর নেপথ্যে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের হাত রয়েছে।