ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না: আবু বাকের মজুমদার

ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
আজ (২১ মে) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ইংরেজি ও বাংলায় দেওয়া পোস্টটিতে তিনি ৩টি পয়েন্ট আকারে লেখেন, 'ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।'
আবু বাকের মজুমদার লেখেন, 'মির্জা ফখরুল ইসলাম তার বন্ধু ওয়াহিদ উদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মনোনীত ও পরিচালিত করছেন, তাদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে।'
তিনি আরও লেখেন, 'সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে আন্দোলন ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে যাবে।'