উপদেষ্টাদের সঙ্গে বৈঠক কাল, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি ‘সাময়িক’ স্থগিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার প্রতিবাদে চলমান কলম বিরতি কর্মসূচি আগামীকাল মঙ্গলবার স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তারা।
আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা এ ঘোষণা দেন।
তারা বলেন, আগামীকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ কারণে আগামীকাল কলমবিরতি কর্মসূচি একদিনের জন্য স্থগিত করা হয়েছে।
আগামীকাল বিকাল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা। বৈঠকে আয়কর ও শুল্কের ১০-১২ জন কর্মী অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে এনবিআরের কর বিভাগের উপ-কমিশনার সাইফুর রহমান ও শুল্ক ক্যাডারের উপ-কমিশনার ইমাম গাজ্জালি বক্তব্য দেন।
গাজ্জালি বলেন, 'আমরা সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় এ আলোচনা হওয়ার কথা। অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীল কয়েকজন সদস্য এতে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি।'
তিনি আরও বলেন, 'আমরা বরাবরই বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছি। এ আলোচনার আহ্বানের পরিপ্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচিতে আগামীকাল সাময়িক বিরতি থাকবে।'
আলোচনার 'অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে' বলেও তিনি তুলে ধরেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে গত বুধবার থেকে কলম বিরতি কর্মসূচি শুরু করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'।
এর আগে আন্দোলনকারীরা জানিয়েছিলেন, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান অচলাবস্থার সমাধানে তারা প্রস্তুত।
চলমান কলম বিরতির ফলে রাজস্ব আদায় এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
আন্দোলনকারীদের দাবি, এনবিআর সংস্কার কমিটির সুপারিশ উপেক্ষা করেই এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের অভিযোগ, সরকার এনবিআরকে দুটি আলাদা সত্তা—রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ভাগ করে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা এনবিআর সংস্কার কমিটির সুপারিশের সঙ্গে সাংঘর্ষিক।