ঢাকাসহ ১১ জেলায় বজ্রঝড়ের পূর্বাভাস

আজ শনিবার (১৭ মে) রাত ৯টা ৪০ মিনিট থেকে রাত ২টার মধ্যে ঢাকাসহ দেশের ১১টি জেলায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কিছু স্থানে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
বজ্রপাতের সময় নিরাপত্তার জন্য ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যাবে, তার পর কমপক্ষে ৩০ মিনিট ঘরে অবস্থান করার নির্দেশনাও দেওয়া হয়েছে।