ইশরাককে মেয়র নিযুক্তের দাবি: নগর ভবনে তালা, কালও বিক্ষোভের ঘোষণা সমর্থকদের

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সব ফটকে তালা ঝুুলিয়ে দিয়েছেন তার সমর্থকেরা।
ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে 'ঢাকাবাসী' ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া তার সমর্থক ও অনুসারীরা এ পদক্ষেপ নিয়েছেন।
আজ শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে ইশরাক হোসেনের সমর্থক ও অনুসারীরা নগর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান তারা। সচিবালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে গেলেও চারদিকে পুলিশের ব্যারিকেডের কারণে ইশরাকের সমর্থকেরা সচিবালয়ের সামনে যেতে পারেননি। পরে তারা মিছিল নিয়ে আবারও নগর ভবনের সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বেলা দেড়টার দিকে নগর ভবনের সামনে আগামীকালের কর্মসূচি ঘোষণা দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা। এ সময় অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান বলেন, আগামীকাল রোববারও বিক্ষোভ কর্মসূচি পালন করবে 'ঢাকাবাসী'।
বিক্ষোভ কর্মসূচি থেকে ইশরাক হোসেনের সমর্থকেরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
নগর ভবনে স্থানীয় সরকার বিভাগেরও অফিস রয়েছে। এখানেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেন। তালা ঝুলিয়ে দেওয়ার কারণে এই অফিসেরও সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এদিন সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ইশরাক হোসেনের সমর্থক ও অনুসারীরা নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। উপস্থিতি বাড়ায় বেলা সাড়ে ১০টার দিকে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তালা লাগিয়ে দেওয়ায় নগর ভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারছেন না।
আদালতের রায়ের পর নির্বাচন কমিশনের গেজেট হলেও এখনও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। ফলে গত বুধবার থেকে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের ভেতরে-বাইরে বিক্ষোভ করেছেন তার সমর্থক-অনুসারীরা।
গত ২৭ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেট প্রকাশ করেছে ইসি।
এর আগে, ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।