বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগের আল্টিমেটাম, না মানলে দক্ষিণাঞ্চল অচলের হুঁশিয়ারি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবি করে তাকে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার মধ্যে তিনি পদ ছাড়তে না চাইলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে 'একাডেমিক শাটডাউনের' মধ্যে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। শিক্ষার্থীদের ডাকা এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। তবে, এদিন ২৫টি বিভাগের পরীক্ষা চললেও কোথাও ক্লাস হয়নি।
এদিকে সোমবার রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও অচলাবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। তার আগেই রাত সাড়ে ৮টায় পাল্টা সংবাদ সম্মেলন ডেকেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলনের পাশাপাশি বিবৃতি দিয়েছেন শিক্ষকরা। কর্মকর্তা-কর্মচারীদেরও একটি অংশ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, 'আমরা আমাদের যৌক্তিক দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু উপাচার্য পদত্যাগ না করলে আমরা দক্ষিণাঞ্চল অচল করে দেব। সোমবার রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।'
আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, 'দাবি না মানায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা একসঙ্গে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে।'
কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, 'উপাচার্যের স্বৈরাচারী মনোভাবের কারণে কেউই ভালো নেই। তার এই ফ্যাসিস্ট মনোভাব বিশ্ববিদ্যালয় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।'