গাজীপুরে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে ১২০ কোটি টাকার জমি উদ্ধার: নির্মিত হবে স্কুল, খেলার মাঠ

গাজীপুর মহানগরের টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ বস্তিঘর উচ্ছেদ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। এতে ২৪২ শতাংশ জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১২০ কোটি টাকা।
বুধবার (৭ মে) দিনভর এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেনসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয়দের দাবি, উচ্ছেদ হওয়া বস্তিটি দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের আখড়া ছিল। সিটি কর্পোরেশন জানিয়েছে, উদ্ধার করা জমিতে একটি বিদ্যালয় ও খেলার মাঠ নির্মাণ করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ বলেন, "জিরো টলারেন্স নীতির ভিত্তিতে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এতে শুধু জমি উদ্ধার হয়নি, একটি সামাজিক কল্যাণমূলক উদ্যোগের সূচনা হয়েছে।"
তিনি আরও বলেন, "উদ্ধার হওয়া জমিতে শিশুদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ তৈরি করা হবে। আমাদের লক্ষ্য—শিশুরা মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠুক, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সমাজ গড়ে উঠুক।"
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর মানবিক দিক বিবেচনায় নিয়ে ধাপে ধাপে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে দীর্ঘদিনের অপরাধপ্রবণ এলাকা থেকে বস্তি উচ্ছেদের উদ্যোগে সিটি কর্পোরেশনকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এটি শুধু জমি উদ্ধার নয়, বরং প্রশাসনের জনকল্যাণমূলক সাহসী পদক্ষেপের প্রতিফলন।