আদানির বিদ্যুৎ: ৪০ কোটি ডলার কর ফাঁকি অনুসন্ধানে পিডিবি-এনবিআরে দুদকের চিঠি

বাংলাদেশে আদানি গ্রুপের বিরুদ্ধে ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ আমলে নিয়ে এবার অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে স্বাক্ষরিত একটি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির সুবিধা নিয়ে আদানি গ্রুপ এই কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই বিষয়ে তদন্ত শুরু করেছে দুদক। কমিশনের উপপরিচালক রেজাউল করিম জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে প্রয়োজনীয় নথি তলব করে চিঠি পাঠিয়েছেন।
দুদকের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে চিঠিগুলো ইতোমধ্যে পাঠানো হয়েছে।