ক্ষুদ্রঋণের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্রঋণের ২০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১৫ জনকে আসামি করে ছয় মামলা করেছে দুদক।
দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, মামলায় উদ্দীপনের নির্বাহী পরিচালক বিদ্যুৎ কুমার বসু ও ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসানকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হতদরিদ্র মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পরে প্রকল্প নামে লুটপাট করার প্রমাণ পেয়েছে দুদক।
মিহির কান্তি মজুমদার সাবেক সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তার ছোট ভাই পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক।