হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি ‘লকড’

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) 'লক' করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে।
এর ফলে তারা আর এসব এনআইডি ব্যবহার করতে পারবেন না বা এগুলো থেকে কোনো ধরনের সেবা নিতে পারবেন না।
হাসিনা বাদে আর যাদের এনআইডি 'লক' করা হয়েছে তারা হলেন—সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহীন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।
নির্দেশনায় উল্লেখ করা হয়, দুই মাস আগেই (ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের নির্দেশে এসব এনআইডি 'লক' করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে কেউ বিস্তারিত বলতে রাজি হননি।
এনআইডি লক করা হলে কোনো ধরনের সেবা পাওয়া যায় না জানিয়ে মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, 'এনআইডি লক হলে কার্ডটি আর কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যবহারযোগ্য থাকে না।'
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনিসহ আওয়ামী লীগের একাধিক নেতা ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।