ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাসসহ সাতজন নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আটজনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এ মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত আসামিদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন: ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।
আজ সোমবার (২১ এপ্রিল) এ প্রতিবেদন জমা দেওয়ার কথা সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, 'জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় যেসব মামলা হয়েছে, এই মামলার প্রতিবেদন সেগুলোর মধ্যে প্রথম কোনো পূর্ণাঙ্গ প্রতিবেদন। এর মাধ্যমে জুলাই গণহত্যার কোনো মামলার তদন্ত শেষ হলো।'
প্রতিবেদনে বলা হয়েছে, চানখারপুল এলাকায় জুলাই অভ্যুত্থান চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিককে গুলি করে হত্যা করা হয়।