রাখাইনের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: ড. খলিলুর রহমান

মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ ড. খলিলুর রহমান।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে জলকেলি উৎসব উপলক্ষ্যে 'শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭' শীর্ষক এক আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'আমরা সব পক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি, যাতে রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতি ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। আশা করছি, আমরা সফল হবো।'
আয়োজিত আলোচনা সভাটি সন্ধ্যা ৬টায় কক্সবাজার শহরের পেশকারপাড়ার জলকেলি মণ্ডপে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ড. খলিলুর রহমান। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
ড. খলিলুর বলেন, 'আমাদের দেশ সব ধর্ম, নৃ-গোষ্ঠী ও সংস্কৃতির মানুষের দেশ। এই সময়টা উৎসবের সময়। আমরা বাংলা নববর্ষ পালন করেছি, আজ এসেছি রাখাইনদের সাংগ্রেং-এ। আমি সবাইকে শুভেচ্ছা জানাই।'
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে—এটি বর্তমান সরকারের একটি বড় কূটনৈতিক সফলতা। এটি রোহিঙ্গা সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'
তিনি জানান, শুক্রবার কক্সবাজারে এসে তিনি রোহিঙ্গা ক্যাম্পে জুমার নামাজ আদায় করেছেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন, 'আমরা সব দরজা খোলা রেখেছি। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, আগামী ঈদে যেন কিছু রোহিঙ্গা নিজ দেশে ফিরতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে।'