বিনামূল্যে গুলশানে ফ্ল্যাট গ্রহণ: টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা

বিনামূল্যে গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক কোনো টাকা পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ পারিতোষিক হিসেবে গুলশান-২ এর একটি ফ্ল্যাট গ্রহণ করেন। ফ্ল্যাটটির ঠিকানা—বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং ৭১, গুলশান-২, ঢাকা-১২১২।
আরও বলা হয়, এ ঘটনায় টিউলিপ ছাড়াও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনকেও মামলায় আসামি করা হয়েছে।
আক্তার হোসেন জানান, রাজউকের আইন উপদেষ্টা ড. মো. সেলিম [সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিমের ভাই] ও ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম ইতোমধ্যে মৃত্যুবরণ করায় তাদেরকে মামলায় আসামিভুক্ত করা হয়নি।