ইউনূস-মোদি বৈঠকে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেছিলেন, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, 'আমরা বিষয়টি উত্থাপন করেছি, তবে কিছুই চূড়ান্ত হয়নি।'
প্রধান উপদেষ্টা সম্প্রতি চীনে তার প্রথম দ্বিপক্ষীয় সফর শেষ করে থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে তার প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, ঢাকা-দিল্লি সম্পর্কের অগ্রগতিতে উভয় পক্ষের প্রচেষ্টা প্রয়োজন। তিনি বলেন, 'আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে।'
ভারতীয় ভিসা ইস্যুতে উপদেষ্টা বলেন, ভারত ভিসা দেবে কি দেবে না, সেটা সম্পূর্ণ তাদের সার্বভৌম সিদ্ধান্ত। তিনি বলেন, 'আমরা অতীতে ভারতের ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছি।'
তিনি আরও বলেন, ভিসা নিষেধাজ্ঞা কোনো শূন্যতা তৈরি করে না। যখন কোনো দেশ ভিসা স্থগিত করে, তখন মানুষ অন্যত্র বিকল্প অনুসন্ধানের প্রবণতা দেখায়।
চীনকে সম্পৃক্ত করে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ও চীন উভয়ের সঙ্গেই বাংলাদেশ সহযোগিতার জন্য উন্মুক্ত। সরকার উদার অবস্থান নিয়েছে। আমরা উভয়পক্ষের সঙ্গে এই প্রকল্প নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং মূল্যায়ন করব কোথায় বাংলাদেশের স্বার্থ সবচেয়ে ভালোভাবে পূরণ করা হচ্ছে।