নতুন আচরণবিধিতে সব প্রার্থীর জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে: ইসি আনোয়ারুল

প্রচারণায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে জাতীয় সংসদ আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানান এ সংক্রান্ত কমিটির সভাপতি নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সোমবার নির্বাচন কমিশনের ভবনে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ নির্বাচন কমিশনার বলেন, "খসড়াটি প্রায় চূড়ান্ত। এখন নির্বাচন কমিশনে উপস্থাপনের প্রক্রিয়া নেওয়া হবে। ইসি অনুমোদন দিলে ফাইনালি পাবলিশড হবে।"
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অধিকাংশ সুপারিশ প্রস্তাবিত আচরণবিধিতে যুক্ত করা হয়েছে বলে জানান এ নির্বাচন কমিশনার।
মো. আনোয়ারুল ইসলাম বলেন, "সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো আছে। স্থানীয় সরকার নির্বাচন ও গণমাধ্যমে এসেছে অন্যান্য বিষয়গুলো ইনকরপোরেট করার উদ্যোগ নিয়েছি। একটা চমৎকার আচরণ বিধিমালা হবে এটা প্রত্যাশা।"
নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রেখে এবং সুশৃঙ্খলভাবে প্রচারণা করার সুযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, "লেভেল প্লেয়িং ফিল্ড-সব প্রার্থী সমানভাবে প্রচার-প্রচারণা করতে পাররে সে ধরনের এটিচিউড নিয়ে আমরা আচরণবিধি করতে চাচ্ছি।"
সোশাল মিডিয়ায় প্রচারণার বিষয়টিও যাতে 'নিয়ন্ত্রণের' মধ্যে থাকে সে বিষয়টিও প্রস্তাবিত খসড়ায় রাখা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ কঠোরতা নিশ্চিতে যেন নিশ্চিত করা যায় এ সংক্রান্ত শাস্তির বিধান খসড়ায় থাকছে।
রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আগেই এ বিধিমালা চূড়ান্ত হতে যাচ্ছে।
দলগুলোর মতামত ছাড়াই আচরণবিধির খসড়া চূড়ান্তের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, "আমরা পরবর্তী সময়ে সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসবো। তারপর কি করতে হবে সেটা ঠিক করা হবে।"
ডিসেম্বরে ভোটের প্রস্তুতি চলছে বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার।
এক প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার জানান, সীমানা নির্ধারণ সংক্রান্ত সংশোধন প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। এখনও অনুমোদন পাওয়া যায় নি। সরকারের তরফ থেকে আইন সংশোধন হয়ে এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে আগের সীমানায় ভোটের প্রস্তুতি নেবে কমিশন।