ঢাকার কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

প্রতীকী ছবি
রাজধানীর পল্লবীতে কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় দুই অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পথচারীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, দুই যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত দুই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।