ডিএনসিসির আয়োজনে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত, মুসল্লির ঢল

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করেছে। আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে আটটা থেকে রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঈদের নামাজের জন্য আসেন। তবে যতোটুকু প্যান্ডেল করা হয় তার থেকে ৩-৪ গুণ মুসল্লি হয়েছে।

জামাতের মূল ইমামতি করেন কারি গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।
ডিএনসিসি জানায়, প্রথমবারের মতো আয়োজন হওয়ায় দ্বিধা ছিল— কত মানুষ হয়। কিন্তু, মনে হচ্ছে প্রত্যাশার চেয়ে কয়েকগুণ মানুষ হয়েছে।
