ঈদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার: পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে তিনি পরাজিত শক্তির প্ররোচনা সত্ত্বেও দলমত নির্বিশেষে সবাই যেন ঐক্যবদ্ধ থাকতে পারেন, সেই আহ্বান জানান।
আজ রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস এ আহ্বান জানান।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরে সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজখবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা-ভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি।
তিনি আরও বলেন, ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন স্বার্থক হোক, আনন্দময় হোক, মহান আল্লাহ আমাদের সহায় হোন।