চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর চীনে এটিই ড. ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর চীনে এটিই ড. ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।