নিখোঁজের দুদিন পর হা-মীম গ্রুপের জিএম আহসান উল্লাহর মরদেহ উদ্ধার

নিখোঁজের দুদিন পর রাজধানীর দিয়াবাড়ি থেকে হা-মীম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) আহসান উল্লাহর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের পাশের একটি সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাত খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে আহসান উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
উল্লেখ্য, গত রোববার (২৩ মার্চ) থেকে নিখোঁজ ছিলেন আহসান উল্লাহ। এ ঘটনায় তার পরিবার ওইদিনই থানায় জিডি করে।