নাফ নদীতে ৩৩ বিজিবি সদস্য নিখোঁজের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: বিজিবি

বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাফ নদীতে অভিযানে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের ৩৩ সদস্য নিখোঁজের খবর গুজবনির্ভর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
গতকাল শনিবার রাত ১১টার দিকে বিজিবি-এর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেইজে এ সংক্রান্ত বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়।
বিজিবি জানিয়েছে, 'বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে গত দুই দিন হয় ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছেন। গুজবনির্ভর এই অপপ্রচারে বিজিবির দৃষ্টি আকর্ষিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।'
বিজিবি বলেছে, শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছ দিয়ে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে আসছিল। পথে প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পাশে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে সেখানে যান। তাঁরা ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকাজ চলাকালে সমুদ্র উত্তাল থাকায় একজন বিজিবি সদস্য পা পিছলে পড়ে যান।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, সম্পূর্ণ দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্যসহ অন্য রোহিঙ্গাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।